Search
Wednesday 17 January 2018
  • :
  • :

নিউইয়র্কে ভবনে আগুন লেগে ১২ জনের মৃত্যু

নিউইয়র্কে ভবনে আগুন লেগে ১২ জনের মৃত্যু
Spread the love

এশিয়ানপোস্ট ডেস্ক :  যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টে আগুন লেগে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে এক বছর বয়সী এক শিশু রয়েছে। এছাড়া অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নিউইয়র্কের ব্রনজ চিড়িয়াখানা এলাকার ফরদহাম ইউনিভার্সিটির কাছে প্রোসপেক্ট অ্যাভিনিউয়ের এক ভবনে এ দুর্ঘনা ঘটে।

নিউইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাসিওর বরাত দিয়ে বিবিসি এ হতাহতের খবর জানিয়েছে।

নিউইয়র্ক ফায়ার সার্ভিস বিভাগ থেকে এক টুইট করে জানানো হয়, খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানে তাদের ১৬০ জনের বেশি কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।
সিটি মেয়র আরও জানান, ওই ভবন থেকে সরিয়ে নেওয়া বাসিন্দাদের আপাতত পাশের একটি স্কুলে রাখা হয়েছে।

এদিকে, নিউইয়র্ক টাইমস জানিয়েছে, অগ্নিকাণ্ডের শিকার ওই ভবনটি পাঁচতলা। সেখানে ২০টি ফ্ল্যাট ছিল। ভবনটি অন্তত ১০০ বছর আগে নির্মিত।

Share this...
Share on FacebookPrint this pageShare on Google+Tweet about this on TwitterShare on LinkedInSkip to toolbar